Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এনজিও

উন্নয়নশীল শ্রীপুরে রয়েছে একাধিক এনজিও প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য-

০১। প্লান বাংলাদেশ।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচিতি:

 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি আন্তর্জাতিক শিশু কেন্দ্রিক উন্নয়ন সংস্থা । প্ল্যান ১৯৩৭ সালে স্পেনে সেবামূলক কার্যক্রম শুরু করে । সংস্থার হেডকোয়াটার যুক্তরাজ্যে অবাস্থিত ।বর্তমানে প্ল্যান সারা বিশ্বের ৭১ টি দেশে কাজ করছে । যার মধ্যে ৫০ টি প্রোগ্রাম কান্ট্রি যেখানে বিভিন্ন উন্নয়ন যেমন স্বাস্থ্য,শিক্ষা,শিশু অধিকার ও  সুরক্ষা ,শিশু বিবাহ বন্ধ ,বালিকা ক্ষমতায়ন ,কর্মসংস্তান সৃষ্টি,কারাতে প্রশিক্ষন ,পুষ্টি.নিরাপদ পানি ,স্যানিটেশন ও হাইজিন প্রকল্প,জন্ম নিবন্ধন ,আয় বৃদ্ধিমুলক প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং ২১ টি রয়েছে দাতা দেশ যারা এই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থের যোগান দেয় ।

 

১৯৮৯ সালে জাতিসংঘ কর্তক উন্নয়ন সংস্থা হিসাবে নিবন্ধিত হয় । এছাড়া প্ল্যান ১৯৯৩ সালে ইউনিসেফ কর্তৃক উন্নয়ন সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে ।প্ল্যান এর কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই । উন্নয়নশীল দেশ সমূহে প্ল্যান সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে নিজ লক্ষ্য বাস্থবায়নে কাজ করে থাকে ।

 

বাংলাদেশে প্ল্যান ইন্টারন্যাশনালের কার্যক্রম :

১৯৯৪ সালে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কার্যক্রম শুরু করে ।বর্তমানে দেশের ৭টি জেলার ১০ টি উপজেলায় সমাজের সামগ্রিক উন্নয়নে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় কর্মসূচী বাস্তবয়ন করে আসছে । এলাকার বিভিন্ন  সমস্যা চিহ্নিত করতে ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কাজের মানকে গতিশীল করতে এবং এলাকাবাসীর ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে প্ল্যান সহায়ক ভূমিকা পালন করছে । প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ৩৫টি সেবাদানকারী সহযোগী সংস্থার মাধ্যমে কর্মসূচী বাস্তবয়ন করছে ।

সংস্থার প্রধান কার্যালয়ের ঠিকানা ;

বাড়ীনং- সিডাব্লিউএন (বি ) ১৪,

রোড নং-৩৫.গুলশান -২

ঢাকা -১২১২ ।

সংস্থা প্রধানের নাম :সেন্নায়েত গেব্রিগ্জেরিয়ার ,পদবী : কাণ্ট্রিডিরেক্টর

ফোন/মোবাইল:০২-৯৮৬০১৬৭,৮৮২৬২০৯

ফ্যাক্সনং -৯৮৬১৫৯৯

 

সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য :

এনজিও বিষয়ক ব্যুরো ,নিবন্ধননং -৬৭০,সাল১৪/১২/১৯৯২

 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সুদুর প্রসারী লক্ষ্য

মানুষের অধিকার আর মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল এমন একটি বিশ্বসমাজ গড়ে তোলা যেখানে শিশু বাচ্চাদের সুপ্ত সম্ভাভনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে ।

 

প্ল্যান ইন্টারন্যাশনাল এর উদ্দেশ্য

প্ল্যান এর উদ্দেশ্য হচ্ছে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে শিশুদের চাহিদা ও অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ কাজ করার লক্ষ্যে এলাকাবাসীকে নিয়ে কাজ করা ।

 

 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যাদের নিয়ে কাজ করে

-প্ল্যান বাংলাদেশ প্রধানত শিশুদের নিয়ে কাজ করে ।

-সমাজে বসবাসরত সকল জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতা পেয়ে থাকে ।বিশেষ করে দরিদ্র শ্রেণী ও নারীদের নিয়ে কাজ করে ।

 

প্ল্যান  ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কর্মপন্থা :

-শিশু কেন্দ্রিক সমাজ উন্নয়ন

 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ৪টি কর্মসূচীরয়েছে । কর্মসূচী ভিত্তিক কার্যক্রম গুলো নিম্নে দেখানো হল ।

 

গুনগত প্রাথমিক শিক্ষা কর্মসূচী, স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী,শিশু সুরক্ষা কর্মসূচী,দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী

 

v  ৩-৫ বছর বয়সী শিশুদের জন্য শিশু বিকাশ কার্যক্রম

v  ৫-৬বছর বয়সী শিশুদের জন্য প্রি-স্কুল

v  বিদ্যালয় ক্যাচমেন্টের ৩-১১ বছর বয়সী সকল শিশুর জন্য বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা

v  মা ও শিশুর স্বাস্থ্য

v  নিরাপদ মাতৃত্ব নিশ্চিত

v  প্রাথমিক স্বাস্থ্য সেবা

v  বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে নিরাপদ পানি, স্যানিটেশন ও হা্ইুজিন কর্মসূচী,

v  শিশু অধিকার বাস্তবায়ন

v  শিশু বিবাহ বন্ধ

v  বালিকা ক্ষমতায়ন

v  যুব অর্থনৈতিক উন্নয়ন

v  সু-শাসন

v  সংগঠন উন্নয়ন

v  সার্বজনীন জন্ম নিবন্ধন

v  জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিদ্যালয়ে সার্বিক প্রস্তুতি গ্রহনে সহায়তা ।

v  দুর্যোগ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি

v  দুর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করা ।

 

প্ল্যান এর গাজীপুরস্থ আঞ্চলিক অফিসের ঠিকানা :

হাসপাতাল রোড( শাপলা সিনেমা হলের পশ্চিমে )

শ্রীপুর,গাজীপুর ।

আঞ্চলিক প্রধানের নাম :মো: আব্দুল কুদ্দুছ , পদবী :প্রোগ্রাম ইউনিট ম্যানেজার ।

ফোন/ মোবাইল :০৬৮-২৫-৫১৫১২,০১৭১২-৫৩৮৪৩০

 

শ্রীপুর পেৌরসভায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কার্যক্রম

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, শ্রীপুর পেৌরসভায় ২০০৪ সাল থেকে কাজ করছে । বর্তমানে সমগ্র পৌরসভায় প্রায় ১৭০০০ পরিবারের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে ।প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রথমে নিরাপদ পানি, স্যানিটেশন, হা্ইুজিনও পুষ্টি কর্মসূচীর মাধ্যমে শ্রীপুর পৌরসভায় কার্যক্রম শুরু করে । বর্তমানে প্ল্যান নিম্নোক্ত কর্মসূচীর মাধ্যমে শ্রীপুর পৌরসভায় উন্নয়নমূলক কাযক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে । কর্মসূচী গুলো হল :- স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী, শিশু সুরক্ষা কর্মসূচী, নিরাপদ পানি ,স্যানিটেশন ও হাইজিন কর্মসূচী ।

 

শ্রীপুর পৌরসভায় প্ল্যান এর পাটনার (সহযোগী )সংস্থা সমূহ:

সংস্থার প্রকল্প এলাকা

দু:স্থ্য স্বাস্থ্যকেন্দ্র( ডিএসকে )কমিউনিটি ম্যানেজড হেলথকেয়ার/সকলওয়ার্ড

শ্রীপুর পৌরসভা / নিরাপদ পানি ,স্যানিটেশন ও হাইজিন কর্মসূচী/ সকল ওয়ার্ড

ঢাকা আহছানিয়া মিশন / শিশু কেন্দ্রিক সুশাসন / সকল ওয়ার্ড

 

শ্রীপুর পৌরসভায় প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত চলমান কর্মসূচী

 

১.প্রকল্পের নাম:ওয়াশ  রেজাল্ট প্রজেক্ট

প্রকল্পের উদ্দেশ্য :নিরাপদপানি ,টেকসই স্যানিটেশন ও নিয়মিত স্বাস্থ্যাভ্যাস চর্চার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থের উন্নয়ন ।

 

উল্লেখ্য যে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০১৫ সালে শ্রীপুর পৌরসভায় ৫০০ হত দরিদ্র পরিবারকে স্বাস্থ্য সম্মত উন্নত ল্যাট্রিনএবং ৯টি ডিপসেট পাম্পস্থাপনে সহযোগিতা প্রদান করবে এবং বর্তমানে এই কাজ চলমান রয়েছে ।

উক্ত প্রকল্পের আওতায় সচেতনতামূলক কার্যক্রম হিসাবটি এফডি ,মাইকিং, উঠানবৈঠাক এবং বিভিন্ন দিবস উদযাপন চলমান রয়েছে।

 

সুবিধাভোগী :সকল হত দরিদ্র পরিবার ।

 

 

২.প্রকল্পের নাম :বালিকা ক্ষমতায়ন প্রকল্প

 

প্রকল্পেরউদ্দেশ্য : বালিকা ক্ষমতায়ন ও জেণ্ডার বৈষম্য দূরীকরণ ( বিভিন্ন ধরণের প্রশিক্ষন ও যোগাযোগের মাধ্যমে )

 

 ৩.প্রকল্পের নাম :শিশু বিবাহ বন্ধ

শিশু বিবাহের কুফল সম্পর্কে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে (প্রশিক্ষন,অভিভাবকসভা,ইমামপ্রশিক্ষন,মেয়ে শিশুদের প্রশিক্ষন স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের সাথে মিটিং উন্নয়ন নাটিকা র‌্যালী ) জনগনকে সচেতন করা হচ্ছে।

 

সুবিধাভোগী :সমগ্র এলাকাবাসী ।

 

শ্রীপুর পৌরসভায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উল্লেখযোগ্য অর্জন সমূহ :

 

*       স্থানীয় সরকার ,জেলা এবং উপজেলা প্রশাসনের নেতৃত্বে শ্রীপুর পৌরসভায় শতভাগ অনলাইন জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়েছে এবং শতভাগ জন্মনিবন্ধন অর্জনকারী শ্রীপুর পৌরসভা হিসাবে স্বীকৃতি অর্জন করেছে ।

*       বিকেন্দ্রীকৃত সার্বিক স্যানিটেশন প্রকল্পের আওতায় স্থানীয় সরকারের নেতৃত্বে এবং উপজেলা প্রশাশন এর দিক নির্দেশনায় পরিবার পর্যাযে শ্রীপুর পৌরসভা ২০০৬ সালে শতভাগ ল্যাট্রিন কভারেজের স্বীকৃতি অর্জন করেছে ।

*       শিশু অধিকার নিশ্চিত ও জেণ্ডার বৈষম্য দূর করার জন্য শ্রীপুর পৌরসভায় একটি শিশু ফোরাম  ও শিশু সুরক্ষা দল গঠন করা হয়েছে ।

*       ৩টি প্রাথমিক বিদ্যালয়ে মেয়ে ও ছেলে শিশুদের জন্য আলাদা ল্যাট্রিন স্থাপন ও পানির সুব্যবস্থা করা হয়েছে ।

*       ৯টি প্রাথমিক বিদ্যালয়ে সার্বিক স্কুল স্যানিটেশন ও স্বাস্থাভ্যাসের উন্নয়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে ।

*       পৌরসভার মায়েরা তাদের ২ বছর বয়স পর্যন্ত শিশুদের নিবিড় মাতৃ দুগ্ধপান করানোর গুরত্ব সম্পর্কে সচেতন হয়েছে ।

*       সরকারের ৭টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্ল্যান বাংলাদেশ স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য কাজ করে আসছে ।

 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক কার্যক্রমসমূহ শ্রীপুর পৌরসভা, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রত্যক্ষ অংশগ্রহন, পরামর্শ ও উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে ।০২। প্রশিকা।

 

০৩। আশা।

০৪। এসএসএস।

০৫। বুরো টাঙ্গাইল।

০৬। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ইত্যাদি।