Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার ধাপসমূহ

১। উপজলা নির্বাহী অফিস কর্তৃক সেবাসমূহ

(ক) হাট-বাজার ইজারা প্রদান

(খ) ইউপিচেয়ারম্যান/মেম্বারদের মাসিক সম্মানী ভাতা ও গ্রাম পুলিশদের ভাতা বিতরণ কার্যক্রম

(গ) গভর্নিং বডি, ম্যানেজিং কমিটির নির্বাচন পরিচালনার ব্যবস্থা নেয়া

(ঘ) রুজুকৃত সার্টিফিকেট মামলাসমূহের ঋণআদায়ের ব্যবস্থা করা

(ঙ) ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের কাজ নীতিমালা অনুযায়ী জনগণের উন্নয়নমূলককাজসম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়।এছাড়া আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ক্ষতিগ্রস্ত লোকজনদের সরকারী ভাবে সাহায্য প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া

 

২। উপজলা ভুমি  অফিস কর্তৃক সেবাসমূহ

(ক) ২০ একরের নীচে জলমহাল সমূহের ইজারা বন্দোবসেত্মর ব্যবস্থা করা

(খ) নামজারী জমা খারিজ করা

(গ) ভূমিহীনদের জমি বন্দোবসত্ম করা

(ঘ) খাস জমি লীজ প্রদান করে খাজনা আদায় করা

 

৩। উপজলা প্রকৌশল অফিস কর্তৃক সেবাসমূহ

(ক) রাস্তাঘাট,ব্রীজ কালর্ভাট তৈরী ও মেরামত করা

(খ) নতুন ইউনিয়ন কমপ্লেক্স ভবন তৈরী করা

(গ) প্রাথমিক বিদ্যালয়ের ভবন তৈরী  ও মেরামত করা

 

৪। উপজলা সমাজ সেবা   অফিস কর্তৃক সেবাসমূহ

(ক) বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা বিতরণ

(খ) সংগঠন, ক্লাব এর রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ

 

৫। উপজলা মহিলা বিষয়ক  অফিস কর্তৃক সেবাসমূহ

(ক) বিধবা ভাতা বিতরণ

 

৬। উপজলা সমবায় অফিস কর্তৃক সেবাসমূহ

(ক)  সমবায় সমিত এর রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ