পোতাবাড়ী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রী সংখ্যা ১৬৩ জন।অত্র বিদ্যালয়টি একটি গৃহ। গৃহটিতে শিশু শ্রেনী হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত ক্লাস বসে।বিদ্যালয়টিতে মোট ছয়টি শ্রেনী আছে। গৃহটি টিনের বেড়া ও টিনের ছাউনি বিশিষ্ট । প্রত্যেক কক্ষে বসার জন্য কত গুলো বেঞ্চ ও বই রাখার জন্য হাই বেঞ্চ আছে। প্রত্যেক শ্রেনীতে একটি চেয়ার, একটি টেবিল ও একটি ব্লাকবোর্ড আছে। সবচেয়ে পূবদিকের কক্ষ শিশু শ্রেনী তার সাথেই রয়েছে অফিস কক্ষ,সামনে রয়েছে একটি বড় খেলার মাঠ।মাঠের পূর্ব পাশে রয়েছে শহীদ মিনার পশ্চিম পাশে রয়েছে মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তি যোদ্ধা জাদুঘর, দক্ষিন পাশে আছে মসজিদ এবং চর্তূরদিক থেকেই স্কুল গামী রাস্তা। বিদ্যালয়টি একটি সুন্দর পরিবেশে অবস্থিত।
১৯৯৭ সালের পূর্বে অত্র এলাকায় কোন প্রতিষ্ঠান না থাকায় অত্র পোতাবাড়ী গ্রামের কিছু শিশু অনেক দূরে কোন এক প্রতিষ্ঠানে লেখা পড়া করতে হত আবার অনেক শিশু স্কুলে যেতে পারতনা। সেলক্ষে ১৯৯৭ সালে অত্র গ্রামের জনাব আছমত আলী মাষ্টার এর প্রস্তাবনায় জনাব মোঃ কফিল উদ্দিন বীর মুক্তিযোদ্ধা সাহেব পোতাবাড়ী গ্রামের সকল জনগনকে নিয়ে একটি প্রাথিমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন এবং ৩৩ শতাংশ জমি দান করে পোতাবাড়ী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এবং শুরু থেকেই টিনের ছাউনি বিশিষ্ট গৃহ, বেঞ্চ, চেয়ার, টেবিল ইত্যাদি ও ব্যবস্থা করে পাঠদান পরিচালিত হয়। বিদ্যালয়টি প্রাথমিক অনুমোদন ০৫/১০/১৯৯৭ ইং সালে অস্থায়ী রেজিষ্টেশন পায় ১৯/০৪/২০০০ ইং সালে স্থায়ী রেজিষ্টেশন পা ০৮/১২/২০০৪ ইং সালে। প্রতিষ্ঠাতা ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লগ্ন থেকেই ছাত্রী ছাত্রীদের বিনামুল্যে স্কৃল ড্রেস প্রদান করে থাকেন এবং প্রথম সাময়িক , ২য় সাময়িক, বার্ষিক পরীক্ষার জন্য কোন প্রকার পরীক্ষার ফি নেওয়া হয় ন। বিদ্যালটিতে উৎসব মুখর পরিবেশে জাতীয় দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। সমাপনি পরীক্ষায় প্রতি বছর শতকরা শতভাগই সাফল্যের সাথে উর্ত্তীন হয়। অত্র প্রতিষ্ঠানটিতে বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীর সংখ্যা ১০।
শিশু শ্রেনী২০ জন, প্রথম শ্রেনীতে-২৫ জন। দ্বিতীয় শ্রেনী-২৭ জন, তৃতীয় শ্রেনী-৩৪ জন, চতুর্থ শ্রেনী-৩৪ জন, পঞ্চম শ্রেনী-২৩ জন।
বর্তমান পরিচালনা কমিটি
ক্রঃনং নাম পদবী
০১ মোক্তাদির সদস্য সচিব
০২ মোঃ মজিদ কাউন্সিলর
০৩ মোঃ কফিল উদ্দিন জমিদাতা
০৪ কুমুর উদ্দিন মোকামী অভিভাবক
০৫ মোঃ ছোলাইমান ,,
০৬ মোসাঃ রোজিনা ,,
০৭ মোসাঃ নাছিমা ,,
০৮ মোঃ মনির হোসেন মেধাবী অভিভাবক
০৯ আজগর আলী মাধ্যমিক শিক্ষক
১০ আছমত আলী বিদ্যাৎসাহয়
১১ জাহানারা বেগম ,,
১২ রেহেনা শিক্ষক প্রতিনিধি
বিগত ৫ বছরের সমাপনী
সাল পাশের হার
২০০৭ ৯৬%
২০০৮ ১০০%
২০০৯ ১০০%
২০১০ ১০০%
২০১১ ১০০%
৭৫% হিসাবে ১০১ জন। বৃত্তি পরীক্ষা প্রাপ্ত ১০জন।
ক্যাচমেন্ট এরিয়াতে ৫+১০+ বয়সের শিশুর ভর্তির হার ১০০% , শতভাগ শিশু প্রাথমিক শিক্ষার সুযোগ পাচেছ, ঝরে পড়া রোধ, শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে।
১। পোতাবাড়ী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি একটি আদর্শ মানসম্মত মডেল বিদ্যালয়ে পরিনত করা।
২। প্রাথমিক স্তরে যে সকল যোগ্যতা রয়েছে সে সকল যোগ্যতা নিয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করাবো।
৩। পঞ্চম শ্রেনী থেকে অষ্টম শ্রেনীতে উন্নিত।
৪। শতভাগ শিক্ষার্থী ৮০% নম্বর পেয়ে পাশ করবে।
৫। প্রাথমিক স্তরে কোন শিক্ষার্থী লেখা পড়া থেকে বঞ্চিত হবে না।
৬। মানসম্মত শিক্ষা অর্জন।
০১৭১২৮৩৭৭৩৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস