Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

নাম করনঃ-

 

উপজেলার নামকরণ

শ্রীপুরের ঐতিহাসিক পটভূমি যুগে বিভিন্ন রাজবংশের শাসনের ক্রমঃ বিবর্তনের বৈশিষ্ট্যে অলংকৃত সম্ভবতঃ মহারাজাধিরাজ শশাংকের রাজত্বকালে ইহা প্রাগ জ্যেতিষপুর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ইতিহাস বেত্তাগণ অনুমান করেন যে, আনই ভৌমিক বলিয়া প্রাগ জ্যেতিষপুর রাজ্যের সমস্ত রাজা ময়মনসিংহের ফুলবাড়িয়া ভালুকা-গফরগাঁও ও শ্রীপুরের উত্তারাঞ্চলের রাজা ছিলেন। তাহার রাজবাড়ি ছিল ফুলবাড়িয়া বানার নদীর তীরে। মহারাজা ধীরাজ শশাংকের পর বাংলাদেশে গোলাপ নামে এক রাজা, বৌদ্ধ রাজত্বের স্থাপন করেন। ঐ সময় হতে সম্ভবতঃ এই অঞ্চলে বৌদ্ধ রাজত্বের সৃষ্টি হয়। ১০৫০ সালে বিখ্যাত সুফী সাধক শাহ সুলতান কমরুদ্দিন রুমী যখন নেত্রকোনায় মদনপুরে আসেন, প্রাগ জ্যেতিষপুর রাজ্যের সমস্ত রাজা মদন গারোর রাজ্যে আস্তানা স্থাপন করেন। এর প্রায় অর্ধ শতাব্দীর পর ভাওয়ালের সুফী সাধক শাহ কারফরমা শাহ ইসলামের মহান বাণী নিয়ে ভাওয়ালে আসেন। তখনও শ্রীপুর এলাকা দুইটি ছোট বৌদ্ধ রাজত্বে বিভক্ত ছিল। একজন ইন্দ্রপাল রাজধানী ইন্দ্রপুরে যা আধুনিক মাওনার নিকট অবস্থিত । অপরজন ভবপাল । তার রাজধানী ছিল রাজাবাড়ী ইউনিয়নের চিনাইশুখানিয়া গ্রামে। সম্ভবত: অষ্টম শতাব্দীতে রাজা ইন্দ্রপাল ইন্দ্রপুর ও তার আশেপাশের এলাকা নিয়ে স্বাধীন রাজ্য গঠন করেন। এটা আদিত্যপালের দীঘি নামে পরিচিত। বর্তমান প্রচলিত নাম ওয়াদ্দা দীঘি। তৎপুত্র রাজা শ্রীপালের নাম অনুসারে শ্রীপুর মৌজার নামকরণ করা হয়। মৌজার নাম অনুসরণ করে শ্রীপুর উপজেলার নামকরণ করা হয়। অভিধানিক অর্থে শ্রী-অর্থ সৌর্ন্দয্য,পুর -অর্থ নগরী অর্থাৎ সৌন্দর্য্যের নগরী।

 

ভৌগলিক অবস্থানঃ-

শ্রীপুর উপজেলা গাজীপুর জেলার সর্ব উত্তরে অবস্থিত। উত্তরে গফরগাওঁ ও ভালুকা, পূর্বে কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা, দক্ষিণে গাজীপুর সদর ও পশ্চিমে কালিয়াকৈর টাঙ্গাইলের কালিহাতি উপজেলা অবস্থিত। শ্রীপুর উপজেলার আয়তন ৪৬৫.২৫ বর্গ কিঃ মিঃ।

 

উপজেলার ইতিহাসঃ- 

১৮৮০ সালে কাপাসিয়া উপজেলা স্থাপন করার পর শ্রীপুর অঞ্চল কাপাসিয়ার অন্তর্ভূক্ত হয় । ১৯১৪ সালের মে মাসে সুষ্ঠু শাসন কায়েমের জন্য শ্রীপুরে একটি ছোট পুলিশ ইনভেষ্টিগেশন স্টেশন খোলা হয়। ১৯৩৩ সালে ৭ই অক্টোবর এখানে একটি পুর্নাংগ থানা স্থাপন করা হয়। ১৯৮৩ সালে এ উপজেলার সৃষ্টি হয়।

 

প্রশাসনিক অবস্থাঃ-

বর্তমানে উপজেলার প্রশাসনিক অবস্থা অত্যান্ত ভাল। মাননীয় সংসদ সদস্য জনাব, আলহাজ্ব এড্যভোকেট মোঃ রহমত আলী, উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল জলিল বিএ, উপজেলা নির্বাহী অফিসার জনাব রেহেনা আকতার, অফিসার ইনচার্জ শ্রীপুর মডেল থানা জনাব, মোঃ আসাদুজ্জামান এর সমন্বয়ে উপজেলার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে হচ্ছে।

দর্শণীয় স্থানঃ-

১০৫০ সালে রাজা ইন্দ্রপালের প্রোপৌত্র কর্ণপাল একটি দীঘি খনন করেন যা এখন কর্ণপুর বড়দীঘি নামে পরিচিত। রাজা ইন্দ্রপালের পুত্র আদিত্যপাল ১৫ একর জমির উপর একটি পুকুর খনন করেন। পুকুরটির বর্তমান নাম ওয়াদ্দার দীঘি। এছাড়া ও রয়েছে রাজাবাড়ি ইউনিয়নে নক্ষত্র বাড়ি, মাওনা ইউনিয়নে বঙ্গবন্ধু সাফারি পার্ক, কাওরাইদ ইউনিয়ন কবি অতুল প্রসাদ সেনের সমাধী, বরমী ইউনিয়নের বরমী বাজার, শ্রীপুর পৌরসভায় কেওয়া বাজার বট গাছ, শীতলক্ষ্যা নদী।