বিদ্যালয়ের ভবন দুইটি। একটি পাকা ভবন। আর একটি কাঁচা ভবন ব্যবহারের অনুপযোগী। বিদ্যালয়ে একটি খেলার মাঠ, একটি নলকুপ ও ৩টি শৌচাগার আছে।
গজারিয়া ও কুড়লপাড়া গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিদের আর্থিক অনুদান, জমিদান ও যৌথ প্রচেষ্ঠায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
শিশু-২২জন, প্রথম শ্রেনীতে-২৯জন। দ্বিতীয় শ্রেনী-২৭জন, তৃতীয় শ্রেনী-৪৬ জন, চতুর্থ শ্রেনী-৩০জন, পঞ্চম শ্রেনী-২৯জন।
সাল | পাশের হার |
২০০৭ | ৭৭% |
২০০৮ | ১০০% |
২০০৯ | ১০০% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েছে। শিশুর উপস্থিতি ও শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। |
ঝড়ে পড়া রোধ করা, পূনরাবৃত্তি রোধ করা এবং শিক্ষার মান বৃদ্ধি করা। সর্বোপরি বিদ্যালয়টিকে আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস