শ্রীপুর উজেলার উল্লেখযোগ্য নদী শীতলক্ষ্যা, । শীতলক্ষ্যা নদীর মাধ্যমে শ্রীপুর ও কাপাসিয়া উপজেলা দ্বী-খন্ডিত হয়েছে। নদীর দুই তীরে পানি উন্নয়ণ বোর্ড কর্তৃক বেড়ী বাধ নির্মাণ করা আছে। শীতলক্ষা দৈর্ঘ্য ২৩০.১২ কিলোমিটার.। শীতলক্ষ্যা নদীর দুইটি শাখা নদী রয়েছে ১। সুতিয়া, ২। মাটি কাটা নদী। এটি গাজীপুর সদর হয়ে, কালিগঞ্জ উপজেলা মধ্য দিয়ে বুড়িগঙ্গা নদীতে মিলিত হয়েছে। এক সময় এ নদীই ছিল শ্রীপুর উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে শীতলক্ষা নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পরিবহণ করা হয়। বর্তমানে এই শীতলক্ষা নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস